নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে চুকনগর বাজার বণিক সমিতির ত্রি-বাষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৯টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিরতিহীনভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৫পদের বিপরীতে ৩৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। ১৪৬০জন ভোটারের মধ্যে ১৪১৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে ৬৩৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব সহিদুল ইসলাম মোড়ল। ৬০৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সরদার বিল্লাল হোসেন। ৭৭৫ ভোট পেয়ে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ রবিউল ইসলাম। ৭৫৭ ভোট পেয়ে যুগ্ম সাধারণ নির্বাচিত হয়েছেন দেবব্রত রায়। ৭১৯ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান বাবলু। ৬০৬ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোসলে আক্তার লেলিন। ৮২৪ ভোট পেয়ে দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন ওয়াহিদুজ্জামান মিলন। ৬৮৪ ভোট পেয়ে প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম গাজী । ৭১৭ভোট পেয়ে বাজার উন্নয়ন ও পরিবেশ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইদুর রহমান। ৮০৫ভোট পেয়ে ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম। কার্য নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন কারিমুল ইসলাম ৮৩৮, কৃষ্ণ বিশ্বাস ৭৩৫, জামির হোসেন ৬৭৭, আব্দুল হালিম মোড়ল ৬৭৩, জাহিদুল ইসলাম ৪৬৪ ভোট।
দুপুর ১২টার দিকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আল আমীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ রানা ভোট কেন্দ্র গুলো পরিদর্শন করেন। নির্বাচনে সার্বিক সহযোগিতা করেন বাজার বণিক সমিতির আহবায়ক, আটলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন। প্রিজাইটিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম কামরুজ্জামান।
Please follow and like us: