যদি কোন নেতাকে কেউ ভয় পায় তবে সে নেতা নয় সে জালিম সে সন্ত্রাসী চাঁদাবাজ। আপনারা যদি ভোট না দেন তবে আমরা নির্বাচিত হতে পারবো না। আপনাদেরকে ভয় পাবো আমরা, আপনারা কেন আমাদের ভয় পাবেন। অন্তর্বর্তীকালীন সরকার এসেছে এক হাজারেরও বেশি শহীদের রক্তের বিনিময়ে। স্বৈরাচারী শেখ হাসিনা বিডিআর গণহত্যা শাপলা চত্বর গণহত্যা এবং ছাত্র-জনতা গণহত্যা সহ অনেক গণহত্যা চালিয়েছে। আন্দোলন চলাকালীন সময়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। অন্তর্বর্তী কালীন সরকারের কাছে যতগুলো দল গিয়েছে তারেক রহমানের ৩১ দফার বিকল্প অন্য কিছু দিতে পারে নাই।
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত সম্প্রীতি সমাবেশে বুধবার (৯ অক্টোবর) প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তাঁতি দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির। শহীদ জিয়ার ১৯ দফা বাস্তবায়ন ও বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারে ৩১ দফা কর্মসূচির আলোকে চাঁদা মুক্ত মাদক মুক্ত ও দখল মুক্ত বিএনপি গড়তে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট ফারহানা জাহান নিপা। বনগ্রাম ইউনিয়ন বিএনপি নেতা শেখ মাসুদুর রহমানের সভাপতি অনুষ্ঠিত সম্প্রীতি সভায় আরো উপস্থিত ছিলেন মোড়লগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুজাউদ্দিন সুজা।
সম্প্রীতি সমাবেশে ড. কাজী মনির আরো বলেন, এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই আমরা সবাই বাঙালি। বিএনপি ক্ষমতায় আসলে এদেশের সকল ধর্মের অনুসারীরা নিরাপদে থাকে। আবারো
Please follow and like us: