
মোঃ তুষার আহমেদ:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার স্বনামধন্য প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী সলঙ্গা ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটি গঠন ২০২৫ সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী সলঙ্গা ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির অভিভাবক নির্বাচনে মোট ৪ জন প্রতিদ্বন্দ্বীতা করেন। অত্র প্রতিষ্ঠানের মোট ভোটার ছিল ১৪০৩ জন। ভোটারের উপস্থিতি ছিল ১৭.৬৭ % এবং মোট ভোট পড়েছে ১২৬ টি। বিকেলে ভোট গণনা শেষে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, অত্র কলেজের সহকারি অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম সকলের উপস্থিতিতে ফলাফল ঘোষনা করেন।ফলাফলে রফিকুল ইসলাম রফিক (৮৩ ভোট),জাহিদুল ইসলাম জাহিদ (৭১ ভোট) এবং শাহাদত হোসেন (৫২ ভোট) পেয়ে বিজয়ী হন।