গতকাল শনিবার (২৩ অক্টোবর) ছাগলনাইয়া পৌর নির্বাচন উপলক্ষে আ’লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মুহাম্মদ মোস্তফার প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
প্রধান অতিথির বক্তব্যে সোহেল চৌধুরী বলেন, আসন্ন পৌর নির্বাচনে আ’লীগের পক্ষ থেকে মেয়র পদে এম মোস্তফা এবং কাউন্সিলর পদ উন্মুক্ত ঘোষণা করা হয়েছে। এ নির্বাচনে কাউন্সিলর পদে যার যার পছন্দের প্রার্থী জয়ী করলেও মেয়র পদে সবাই নৌকাকে জয়ী করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা কখনো পরাজিত হতে পারেনা উল্লেখ্য করে তিনি বলেন, বর্তমান সরকারে আমলে নৌকার প্রার্থী বিজয়ী করতে না পারলে পৌরবাসী উন্নয়নে পিছিয়ে পড়বে এবং অন্ধকারে নিমজ্জিত হবে। নৌকাকে বিজয়ী করা আওয়ামী পরিবারে জন্য একটি চ্যালেঞ্জ উল্লেখ্য করে সোহেল চৌধুরী বলেন, ছাগলনাইয়া পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় রুপান্তরিত করতে নৌকার জয় সুনিশ্চিত করতে হবে। নৌকাকে জয়ী করতে আন্তরিকতা ও ভালোবাসা দিয়ে কাজ কারতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান সোহেল চৌধুরী।
এসময় নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র মুহাম্মদ মোস্তফা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। পৌর নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করে আগামী পাঁচ বছর আমি পৌরবাসীর সেবা করতে চাই।
উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে প্রদান করেন, নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনার উপ-কমিটির সদস্য সচিব আবদুল বাকি চৌধুরী শিমুল। এসময় পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সকল ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীগণ উপস্থিত ছিলেন।