মোহাম্মদ আশরাফুল, সিরাজগঞ্জ থেকে :- সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে সোমবার সকাল ১১টায় দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকারের নেতৃত্বে বিরাট একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বের হয়ে আলমপুর চৌরাস্তা প্রদক্ষিণ করে উপজেলা যুবলীগ কার্যালয়ে এসে সমবেত হয়। পরে কার্যালয়ের হল রুমে উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মাইজবাড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শওকত হোসেন। উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের উপাধ্যক্ষ রেজাউল করিম রাঙ্গা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম, সাংগঠনিক সম্পাদক পারভেজ তালুকদার, ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদসহ আরো অনেকে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, কাজিপুর সদর ইউপি চেয়ারম্যান টি,এম আতিকুর রহমান, গান্ধাইল আইডিয়াল কলেজের অধ্যক্ষ আলী আশরাফ, আমিনা মনসুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।