নয়া আলো ডেস্কঃ- “মেনে নেয়া বড় কঠিন, সহ্য করা যাচ্ছে না, এ কেমন নির্মম পরিণতি! শোকের ভাষা হারিয়ে গেছে”
এভাবেই খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরাফাত হোসেন পল্টু শোকের বাণী তুলে ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
সেখানে তিনি বলেন, নেপালের রাজধানী কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিধ্বস্ত বিমানের ৫ নং প্যাসেঞ্জার ছিলেন খুলনা জেলা ছাত্রলীগের সাবেক ত্যাগী, পরিশ্রমী নেতা ও
বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, আলিফুজ্জামান আলিফ। তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।
সে খুলনার রুপসা উপজেলার আইচগাতি ইউনিয়ন এর স্হায়ী বাসিন্দা। মহান আল্লাহ তোমাকে বেহেশত নসীব করুক। তোমার পরিবারকে আল্লাহ শোক সহ্য করার শক্তি করুনা করুক।এভাবে চলে যাওয়া মেনে নেওয়া খুব কষ্টদায়ক। মহান আল্লাহ বেহেশত নসীব করুন। আমীন।
এদিকে আলিফের মৃর্ত্যুতে তার গ্রামের বাড়ি শোকের ছায়া নেমে আসে, স্বজনদের আহাজারি আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে। অনুরুপ শোক পড়েছে খুলনার ছাত্রলীগ শিবিরে। ফেসবুক সহ নানা সামাজিক মাধ্যমে তারা শোক সম্বলিত পোস্ট দিচ্ছেন।