১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কারাগারে গেলেন সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নাদের বখত 




কারাগারে গেলেন সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নাদের বখত 

এম এ বাছির, ষ্টাফ করেসপন্ডেন্ট,সুনামগঞ্জ।

আপডেট টাইম : ডিসেম্বর ২৯ ২০২৪, ১৯:০৯ | 616 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গত ৪ আগষ্ট সুনামগঞ্জ পৌর শহরে ছাত্র জনতার উপর হামলা ও গুলি বর্ষনের ঘটনায় দায়েরকৃত মামলায় সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নাদের বখ্তসহ পাঁচজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। অন্যান্যরা হলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শুয়েব চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, জেলা আওয়ামী লীগের সদস্য সাহারুল আলম আফজল, জেলা ছাত্রলীগ নেতা মশিউর রহমান।

রোববার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে বিচারক জনাব নির্জন কুমার মিত্র তাদের জামিন আবেদন না-মঞ্জুর করে কারাগারে প্রেরনের আদেশ দেন। ঐ সময় জামিন না পেয়ে মেয়র সহ সকল আসামীরা এজলাস থেকে বের হয়ে জয় বাংলা স্লোগান দেন” তাদের সঙ্গে আদালত প্রাঙ্গনে থাকা অন্য নেতাকর্মীরাও স্লোগান দিতে থাকেন।

আসামী পক্ষে জামিন শুনানিতে অংশ গ্রহণ করেন সিনিয়র আইনজীবী এডভোকেট আফতাব উদ্দিন, এডভোকেট প্রদীপ কুমার রায়, এডভোকেট রবিউল লেইস রুকেস, এডভোকেট নজরুল ইসলাম শেফু, এডভোকেট চাঁন মিয়া, এডভোকেট আব্দুল হামিদ, ড.খায়রুল কবির রুমেন, এডভোকেট শুকুর আলী ।  বাদীপক্ষে জামিনের বিরোধিতা করেন এডভোকেট মাসুক আলম, এডভোকেট আব্দুল হক, এডভোকেট শেরেনুর আলী, এডভোকেট মোশাহিদ আলী, এডভোকেট আবুল বাশার প্রমুখ।

উল্লেখ্য, গত ৪ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের একদফা দাবিতে সুনামগঞ্জে  আন্দোলনরত ছাত্রজনতার উপর হামলা, গুলি, টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে শতাধিক ছাত্রজনতা আহত হন। ওই ঘটনায় ৯৯ জনের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেন গুলিবিদ্ধ জহুর আলী’র ভাই হাফিজুর রহমান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET