কুমিল্লায় সংরাইশ ও দেবীদ্বারে শিশু পরিবারের নিবাসীদের নিয়ে ইফতার মাহফিল করেছে দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লা ও Cat’s Home বিড়ালের বাড়ি।
রোববার বিকেলে সংরাইশ সরকারি শিশু পরিবারে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান।
দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লা ও Cat’s Home বিড়ালের বাড়ি এর প্রতিষ্ঠাতা সাইফ উদ্দিন রনীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিট্রিার সিহাব উদ্দিন আহম্মেদ বাবু, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের মার্কেটিং বিভাগের বিভাগিয় প্রধান শিপন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কামরান হোসেন, ওসি কোতয়ালী ফিরোজ হোসেন।
অনুষ্ঠানে উপিস্থিত ছিলেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারি পরিচালক এ এস এম জুবায়েদ, ফারহানা আমিন, আদর্শ সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরিফুর রহমান, শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক শরফুন্নাহার মনি, কুমিল্লা মেডিকেল কলেজের প্রধান সহকারী ফারুক হোসেন, রোটারিয়ান আবদুল্লাহীল বাকী, সাংবাদিক আনোয়ার হোসাইন, ঐতিহ্য কুমিল্লার পরিচালক জাহাঙ্গীর আলম ইমরুল, সাংবাদিক দেলোয়ার হোসাইন আকাইদ, সাংবাদিক আরিফুর রহমান মজুমদার, সাংবাদিক জাহিদুর রহমান, ইউসুফ লিটন, ডা. সাইফুল ইসলাম সবুজ, আফরোজা বেগম, কুহিনুর আক্তার কাকলী, নাসির উদ্দিন, আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ আবু রাসেল, সাংবাদিক আশিকুর রহমান আশিক, সাংবাদিক জহিরুল হক বাবু, সঙ্গীত শিল্পী জাহিদুল ইসলাম হিমেল, প্রানী প্রেমী শিহাব মাহমুদ, মির্জা আশরাফ, উম্মে জেসি, নাজমুল ইসলাম মাসুদ, জাহানারা আক্তার নিশি, জাকারিয়া, সঙ্গীত শিল্পী সাথী জাহান, আতিক রহমান আশিকসহ আরো অনেকে।
একই সাথে দেবীদ্বারে শিশু পরিবারের নিবাসীদের নিয়ে ইফতার মাহফিল করেছে দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লা ও Cat’s Home বিড়ালের বাড়ি।