বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বাগেরহাট রামপালের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুন্দরবন মহিলা কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম। সোমবার (১২ ই নভেম্বর) রাতে গণমাধ্যম কর্মীদের কাছে তিনি এই শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন।
শুভেচ্ছা বার্তায় তিনি আরো উল্লেখ করেন, কৃষিবিদ শামিমুর রহমান দক্ষিণাঞ্চলের একজন পরীক্ষিত নেতা। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তিনি আজ সকলের নয়নের মনিতে পরিণত হয়েছেন। তার আলোয় আমরা আলোকিত হয়েছি। স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের অবৈধ এমপি খালেক তালুকদার বছরের পর বছর ধরে সুন্দরবন মহিলা কলেজ নিয়ন্ত্রণ করেছে। দুর্নীতি করেছে অনিয়ম করেছে। কৃষিবিদ শামিমুর রহমান দায়িত্ব নেওয়ার পর কলেজের সকল সমস্যা ও অনিয়ম দূর হবে। কলেজ ক্যাম্পাস হবে মাদক ও সন্ত্রাসমুক্ত। কৃষিবিদ শামিমুর রহমান শামীমকে কলেজ ক্যাম্পাসে শৃঙ্খলা ও আদর্শ কলেজ গড়ে তুলতে এডহক কমিটির অন্যান্য সদস্য অভিভাবক শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের প্রতি আহ্বান জানান ফকির তারিকুল ইসলাম।
Please follow and like us: