কেউ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইলে রামপাল মোংলার মানুষকে নিয়ে প্রতিহত করা হবে। কেউ কোনভাবে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবেন না। মাদকসহ সকল সামাজিক অপরাধে কেউ জড়াবেন না। রামপাল উপজেলা বিএনপি’র এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। শুক্রবার (২৯ নভেম্বর) বিকাল ৪ টায় রামপাল উপজেলার বড়দিয়া মাদরাসার সবুজ চত্বরে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারী।
উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা যুগ্ম আহবায়ক ফকির শাহাদাৎ হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান পিয়াল, সদস্য সচিব এস, এম আলমগীর কবির বাচ্চু, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমান, সদ্য সাবেক উপজেলা ছাত্রদলের আহবায়ক মোল্যা তরিকুল ইসলাম শোভন প্রমুখ। সভায় রামপাল ও মোংলার বিভিন্ন পর্যায়ের শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ফরিদুল ইসলাম বলেন, আগামী ৩ মাসের মধ্যে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কমিটি করা হবে। সকল কমিটি নির্বাচনের মাধ্যমে করা হবে। সকল ভুলভ্রান্তি দূর করে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে। আমি বিভেদের রাজনীতি বিশ্বাস করি না। তারেক রহমানের নির্দেশনায় দল পরিচালিত হবে। তার নির্দেশনার বাইরে কোন কিছুই করবো না। সামাজিক সমস্যা দূর করে তারেক রহমানের বৈষম্যহীন বাংলাদেশ উপহার দেয়া হবে। কারো কোন কথায় কেউ বিভ্রান্ত হবেন না। যারা বিগত সময়ে বিএনপি ছেড়ে আওয়ামীলীগে যোগ দিয়েছিল তাদের সাথে কোন আপোষ করা হবে না। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান এই নেতা।
Please follow and like us: