এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকেঃ- যশোরের কেশবপুরের গোলাঘাটা পল্লীমঙ্গল স্পোটিং ক্লাবের মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি উঠেছে।
উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন সূত্রে জানাগেছে, উপজেলা গোলাঘাটা পল্লীমঙ্গল স্পোটিং ক্লাব ১৯৮৬ সালে রেজিষ্ট্রেশন লাভ করে যার নং- যশোর- ৩১/৮৬। প্রতিষ্ঠার পর হতে ক্লাবটি অত্যান্ত সুনামের সাথে বন্যার্তদের মাঝে জরুরী ত্রাণ, শীতার্থ শীতবস্ত্র বিতরণ, বন্যাদায়গ্রস্থদের আর্থিক সহায়তা প্রদান-সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। তাছাড়া উপজেলা-সহ বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে পল্লীমঙ্গল স্পোটিং ক্লাব অংশ নিয়ে ভালো খেলা প্রদর্শন করে থাকে। কিন্তু ২১-০১-১৯৮৬ তারিখে ক্লাবের ৩ বছর মেয়াদি কমিটি গঠনের পর ৩০ বছর অতিক্রম হলেও অধ্যবধি আর কোন কমিটি গঠন করা হয়নি। যার ফলে ক্লাবের নামে বরাদ্দকৃত সরকারী অনুদান কোন হদিস পাওয়া যায় না। তাছাড়া ক্লাবের অফিস কক্ষ তালাবদ্ধ অবস্থায় থাকলেও বাকি ৩টি কক্ষ বর্তমানে ৩ ব্যক্তি দোকানঘর হিসাবে ব্যাবহার করছে এবং ঐ সকল কক্ষের ভাড়াও হদিস পাওয়া যায় না। এ ব্যাপারে এলাকাবাসি পক্ষে সাবেক পৌর কাউন্সিলর মনোয়ার হোসেন মিন্টু ঐতিহ্যবাহী গোলাঘাটা পল্লীমঙ্গল স্পোটিং ক্লাবের সুনাম ফিরিয়ে আনার জন্য মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানিয়ে গতকাল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান বরাবর লিখিত আবেদন করেছেন।