এস আর সাঈদ, কেশবপুর (যশোর) :-যশোরের কেশবপুরে মাইকেল মধুসূদন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সফল পরিসম্পাপ্তি হয়েছে। টুর্নামেন্টে কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের ঐকান্তিক প্রচেষ্ঠায় সুষ্ঠু ও সুন্দর পরিবেশে মাইকেল মধুসূদন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
এদিকে মাইকেল মধুসূদন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সফল পরিসম্পাপ্তি হওয়ায় কেশবপুর কলেজপাড়া স্পোটিং ক্লাবের পক্ষ থেকে সোমবার সকালে টুর্নামেন্টে কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়েছে। এসময় কলেজপাড়া স্পোটিং ক্লাবের এস এম খায়রুজ্জামান, আশরাফুজ্জামান পরাগ, আব্দুল্লাহ সজীব, মাসুদ হোসেন অপু, জাহিদ হাসান, মাহাফুজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।