কেশবপুর (যশোর) প্রতিনিধি :- যশোরের কেশবপুরে ১০৩ বোতল ফেন্সিডিলসহ সাইফুল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে শহরের সুজাপুর মোড় থেকে পুলিশ তাকে আটক করে। থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু সাঈদ নিজে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শহরের পাইলট স্কুলের সামনে সুজাপুর মোড় থেকে মাদক ব্যবসায়ী সাইফুল (৩০) কে আটক করে। এসময় পুলিশ তার কাছ থেকে ১০৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
আটক সাইফুল উপজেলার খতিয়াখালি গ্রামের মৃত জলিল মাষ্টারের ছেলে বলেজানা গেছে। তার বিরুদ্ধে কেশবপুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।