২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষের জীবীকা নির্বাহের অন্যতম উৎস চলনবিলের বিন্নাফুল




ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষের জীবীকা নির্বাহের অন্যতম উৎস চলনবিলের বিন্নাফুল

শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০১ ২০২৪, ১৪:৪৩ | 650 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌর এলাকায় প্রায় ২০ হাজার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ বসবাস করেন। এদের মধ্যে ওঁরাও, মাহাতো, রাজবংশী, বিদাস, সিং, কনকদাস ও স্বল্প সংখ্যক সাঁওতাল সম্প্রদায়ের নারী-পুরুষ রয়েছেন।
চলনবিল অধ্যুষিত পল্লী কালীবাড়ি গ্রামের গৃহিনী আশা বালা ওঁরাও, শান্তিবালা ওঁরাও ও মিনতি ওঁরাও সাত সকালে সংসারের কাজ সেরে নিত্য দিনের ন্যায় বের হয় অন্য কাজের সন্ধানে। ওদের সংসার এখন টানা টানিতে চলছে। জানা যায়, এক সময় এসব সম্প্রদায়ের নারী-পুরুষ বন-জঙ্গলে ঘুরে শিয়াল, খরগোশ, কচ্ছপসহ বিভিন্ন পশু-পাখি শিকার করে জীবিকা নির্বাহ করত। কিন্তু সময়ের ব্যবধানে বন-জঙ্গল উজাড় হয়ে যাওয়ায় তাদের জীবিকা নির্বাহে ভাটা পড়েছে।
তাই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী-পুরুষরা এখন কৃষি কাজে সম্পৃক্ত হয়ে পড়েছেন। তারা মাঠে ধান লাগানো, ধান কাটা ও মাড়াইয়ের কাজ করে থাকেন। তারা কঠোর পরিশ্রমি এবং অপেক্ষাকৃত কম পারিশ্রমিক হওয়ায় এলাকায় কৃষি কাজে তাদের বেশ চাহিদাও রয়েছে। কিন্তু আশ্বিন-কার্তিক মাসে এলাকায় তাদের হাতে তেমন কোন কাজ থাকে না। ফলে রোজ উপার্জন করতেও পারেন না তারা। তাই এ সময় উপার্জনের জন্য বেছে নেন বিন্নাফুল তোলার কাজ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বিন্নাফুলের আঁটি বেঁধে সেগুলো শুকিয়ে তৈরি করে ঝাড়ু। তাদের তৈরি করা ঝাড়ু বিক্রি হয় বিভিন্ন হাটে-বাজারে ও গ্রাম এলাকায় বাড়ি বাড়ি ঘুরে ঘুরে। অবশ্য এ কাজটি নারীদের পাশাপাশি এখন পুরুষেরাও করে থাকেন। আর এভাবেই কেটে যায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীদের সময়। আর এ অবস্থা চলছে অধিকাংশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারে।
তাড়াশ উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীরা দল বেঁধে রাস্তার পাশে কিংবা পরিত্যক্ত ভিটেতে থাকা বিন্নাফুল সংগ্রহ করেন, রোদে শুকান, কেউ আঁটি বেঁধে বাড়িতে নিয়ে যান। জ্যোতিষ মাহাতো জানান, এরা প্রতিটি ঝাড়ু ৩০-৪০ টাকায় খুচরা বিক্রি করেন পাশাপাশি ব্যাপারীরা এদের নিকট থেকে ঝাড়ু সংগ্রহ করে শহরে এনে প্রতিটি ঝাড়–বিক্রি করে ৫০-৬০ টাকায়। ফুল তুলতে নিমগাছি থেকে আসা সাবিত্রী বালা সিং বলেন, বর্ষার শেষে আশ্বিন মাসে এলাকায় তেমন কোনো কাজ থাকে না। এ সময় কষ্ট করে সংসার চালাতে হয়। তাই বসে না থেকে উর্পাজনের জন্য বিন্নাফুল দিয়ে ঝাড়ু বানিয়ে বিক্রি করে থাকি। তাড়াশ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসেন শেখ জানান, সমাজসেবা অধিফতরের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ জীবনমান উন্নয়নে সরকারিভাবে বিভিন্ন ভাতা পেয়ে থাকেন। আর অস্বচ্ছল পরিবারের স্কুল-কলেজ পড়ুয়া ছেলে-মেয়েরা এককালীন অর্থ ও উপবৃত্তি পেয়ে থাকে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ অত্যন্ত পরিশ্রম করে ঝাড়ু তৈরি এবং বিক্রি করে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET