খুলনার ডুমুরিয়ায় দেয়াল ধসে এক শিশুর মৃত্যু হয়েছে এবং ডোবা এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
জানা যায়, শনিবার রাত ৯ টার দিকে উপজেলার টোলনা গ্রামের ভ্যানচালক আমিরুল ইসলামের শিশুপুত্র ইশানুর রহমান (৭) মাটির দেয়াল চাপায় নিহত হয়েছে। এ ঘটনায় মরিয়ম খাতুন নামে আরও এক শিশু আহত হয়েছে বলে জানা গেছে। একই পরিবারের এক শিশু নিহত ও একজন আহত হওয়ার ঘটনায় পরিবারটিতে এক শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
অপর দিকে উপজেলার ৬নং মাগুরাঘোনা ইউনিয়নের উত্তর মাগুরাঘোনা গ্রামে একটি ডোবা থেকে ময়না দাস (৫০) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাড়ির পাশে একটি ডোবায় রোববার সকালে তার মরদেহটি পাওয়া যায়। খবর পেয়ে ডুমুরিয়া থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠিয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছেন ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হক। তবে কিভাবে তিনি মারা গেলেন তার কোন সঠিক তথ্য এখনও জানা যায়নি। পারিবারিক সূত্র জানায়, ১১ তারিখে সন্ধ্যায় ওষুধ কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি এরপর আর তাকে পাওয়া যায়নি।
Please follow and like us: