খুলনার ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নানা আয়োজনের মধ্য দিয়ে অমর একুশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ, কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ নুরুল আলম। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা আক্তার রুমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম মানিক, চন্দ্রকান্ত তরফদার, অফিসার ইনচার্জ সুকান্ত সাহা, কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, ইন্সটেক্টর মোঃ মনিরুজ্জামান প্রমুখ।
উপজেলা আওয়ামীলীগের আয়োজনে পুষ্পমাল্য অর্পণ শেষে দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার। এসময় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সরদার আবু সাঈদ,জিএম ফারুক হোসেন, খান আবু বক্কর, মোল্লা সোহেল রানা,এমএম সুলতান আহমেদ,শোভারানী হালদার প্রমুখ। ডুমুরিয়া উপজেলা বিএনপি পক্ষ থেকে ডুমুরিয়া মহাবিদ্যালয় শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির আয়োজনে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিক কল্যাণ সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি কাজী আব্দুল্লাহ সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মোড়ল, সহ সভাপতি অরুন দেবনাথ, যুগ্ম সম্পাদক সুব্রত ফৌজদার, কোষাধ্যক্ষ এস রফিকুল ইসলাম, শেখ আব্দুস ছালাম, জিএম ফিরোজ, গাজী মাসুম, গাজী আব্দুল কুদ্দুস, গাজী নাসিম প্রমূখ। চুকনগর প্রেসক্লাবের আয়োজনে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন সভাপতি এম রুহুল আমীন, সাধারণ সম্পাদক গাজী আব্দুল কুদ্দুস, সিনিয়র সাংবাদিক কবি ইব্রাহিম রেজা, সাবেক সাধারণ সম্পাদক গৌতম রাহা, সহ সভাপতি শংকর ঘোষ, কোষাধ্যক্ষ এম এম জলিল, সাংবাদিক ইব্রাহিম হোসেন, সুমন ব্রহ্ম, প্রভাষক আব্দুর রাজ্জাক, গাজী শামীম হোসেন মিঠু প্রমুখ। আটলিয়া ইউনিয়ন আহবায়ক এম এ সালাম ও সদস্য সচিব ইউপি চেয়ারম্যান শেখ হেলাল নেতৃত্বে চুকনগর ডিগ্রী কলেজ শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
Please follow and like us: