নয়া আলো ডেস্কঃ- খুলনার রূপসা উপজেলায় মাহেদ্রর সঙ্গে সংঘর্ষে মোটর সাইকেল আরোহী এক পুলিশ সদস্য মারা গেছেন। উপজেলার দেবীপুর এলাকার রূপসা-বাগেরহাট পুরানো সড়কের সোমবার (১১নভেম্বর) সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত নজরুল ইসলাম ইলাইপুর মল্লিক বাড়ির মৃত ইউসুফ মল্লিকের ছেলে।তিনি ফকিরহাট থানার কনস্টেবল পদে কর্মরত ছিলেন।এ ঘটনায় আহত মাহেন্দ্রযাত্রীর হিলেন- বটিয়ঘাটার জলমার আমজাদ খাঁ।
রূপসা থানার ওসি মোল্লা জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নজরুল রূপসা থেকে মোটর সাইকেলে করে ফকিরহাটের দিকে যাচ্ছিলেন।পথে রূপসার দিকে আসা একটি মাহেন্দ্রের সঙ্গে তার মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।