
মোঃ জহিরুল ইসলাম, খুলনা থেকেঃ- আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন ২০১৮ কে কেন্দ্র করে খুলনায় এখন আনন্দ ঘন পরিবেশ। খুলনার ২০নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অনেকই । আওয়ামী লীগের প্রার্থীর সংখ্যাই বেশী।
নির্বাচন ও মনোনায়ন সম্পর্কে কথা হয়, এস এম মুক্ত সরদার এর সাথে ।
তিনি বলেন,নিজ দল নমিনেশন দিলে আল হামদুলিল্লাহ্। আর তা না হলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রত্যয় ব্যাক্ত করেন। কারন জানতে চাইলে উদিওমান তরুন মুক্ত জানান,আমি মনে করি আমার ওয়ার্ড অনেক ভাবেই অবহেলিত। বর্ষায় জলাবদ্ধতা, সুপেয় পানির অভাব, মাদক, সন্ত্রাস এর একটা আতুর ঘর। আমার ইচ্ছা এগুলো পরিস্কার করা। এককথায় মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলা গড়ার লক্ষে খুলনা মহানগরীর অন্যতম ডিজিটাল ওয়ার্ড হিসেবে ২০ নং ওয়ার্ড কে রুপান্তরিত করবো এবং জনগণ অবহেলিত দের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।