
খুলনা মহানগরীতে মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ২৬০ পিস ইয়াবা ও ৫০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। আজ শুক্রবার (২৯ জানুয়ারি)এসব ঘটনায় মামলা হয়েছে।
গ্রেফতারকৃতরা হল- সাতক্ষীরার কলারোয়ার বাসিন্দা রূপসার কেসমত এলাইপুরের শহিদুল ইসলামের ছেলে সিহাব হোসেন রনি (২০), পটুয়াখালীর গলাচিপার গাবুয়ার মোঃ কবির হাওলাদারের ছেলে লবনচরার সাচিবুনিয়ার সুড়িখালীর জমশেদ আকবরের বাড়ীর ভাড়াটিয়া রাসেল হাওলাদার (২২) এবং রূপসার বেলফুলিয়া স্কুলের সামনের মোঃ দেলোয়ার হোসেন ফরাজীর ছেলে নগরীর বসুপাড়া এতিমখানা রোডের আলামিন ইসলাম নিলয় ফরাজী (২২)।
Please follow and like us: