
জাতীয় পাটকল শ্রমিক লীগের সভাপতি, কেন্দ্রীয় শ্রমিক লীগের সাবেক সহসভাপতি ও প্লাটিনাম জুট মিল সিবিএ’র সাবেক সভাপতি সর্দার মোতাহার উদ্দিনের দাফন বুধবার (৬ জানুয়ারি) বিকেলে সম্পন্ন হয়েছে। খুলনার খালিশপুর প্লাটিনাম জুট মিল কলোনী ফুটবল মাঠে তাঁর জানাজা শেষে নগরীর গোয়ালখালী কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন শ্রমিক লীগের এই নেতা। তবে সকালে নাস্তার জন্য ডাকতে গিয়ে দেখেন ঘুমন্ত অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সরদার মোতাহার উদ্দিনের জানাজায় উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেসিসি মেয়র তালুকদার আবদুল খালেক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেনসহ খুলনা মহানগর আওয়ামী লীগ ও খালিশপুর থানা আওয়ামী লীগ ও খুলনা মহানগর সজীব ওয়াজেদ জয় পরিষদ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী অংশ নেন।
এদিকে শ্রমিক নেতা সরদার মোতাহার উদ্দিন-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। প্রতিমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি জানান, বর্ষীয়ান রাজনীতিববিদ প্রখ্যাত শ্রমিক নেতা সারাজীবন শ্রমজীবী মেহনতি মানুষের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে সোচ্চার ছিলেন।