
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে স্বাধীনতার আহ্বান সংবলিত ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। ভাষণের দিনটি এবার প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে। ২০১৭ সালে বঙ্গবন্ধুর এই ভাষণকে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেসকো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়।
জাতীয় দিবস উপলক্ষে রবিবার (০৭ মার্চ) বাংলাদেশ পুলিশ খুলনা রেলওয়ে থানার আয়জনে খুলনা রেলওয়ে স্টেশনে কেক কাটার মধ্যো দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খুলনা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ ফয়েজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার খুলনা রেলওয়ে জেলা রবিউল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খুলনা রিপোর্টাস্ ক্লাবের সভাপতি সাংবাদিক বি এম রাকিব হাসান। এছাড়াও রেলওয়ে খুলনার অন্যান্য কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।