“আট পেরিয়ে নয়ে পদার্পন সবার সথে এশিয়ান টেলিভিশন” এই শ্লোগানে গাইবান্ধায় এশিয়ান টেলিভিশনের ৮ম বর্ষপূর্তি পালিত হয়েছে।
সোমবার (১৮ জানুয়ারী) সকালে এশিয়ান টিভির নবম বর্ষে পদার্পণ উপলক্ষে জেলা পরিষদ মিলনায়তনে কেক কেটে আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করা হয়। এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। এশিয়ান টিভির গাইবান্ধা জেলা প্রতিনিধি খালিদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ নির্বাহী প্রধান আব্দুর রউফ তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক আমিনুজ্জামান রিংকু, সদর থানা অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান, প্রেস ক্লাব গাইবান্ধা সভাপতি নেয়ামুল আহসান পামেল প্রমুখসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।