
দেশজুড়ে মহামারি করোনাভাইরাস মোকাবেলার অংশ হিসেবে সরকারি স্বাস্থবিধি মেনে চলার নির্দেশনা সমূহ কার্যকরসহ জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধায় জেলা প্রশাসনের উদ্যোগে জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জুলাই) দিনভর সরকারি বিধি-নিষেধ সমূহ কঠোরভাবে বাস্তবায়নের লক্ষে লকডাউনের প্রথম দিন গাইবান্ধা সদরে জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি এসএম ফয়েজ উদ্দিনসহ সকল উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পুলিশ, সেনাবাহিনী, র্যাব ও আনসার বাহিনীর সহযোগিতায় বিভিন্ন অপরাধে পৃথক ৪৬টি মামলায় ২৫ হাজার ২৫০ টাকা ভ্রাম্যমান আদালতের অভিযানের মাধ্যমে জরিমনা আদায় করা হয়। সার্বজনীন জনস্বার্থে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।