নিরাপদ মাছে ভরবো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় খাগড়াছড়ি জেলার গুইমারাতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে র্যালী,উদ্বোধনী অনুষ্ঠান,পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুলাই গুইমারা উপজেলার জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ বাস্তবায়ন কমিটির উদ্যোগে একটি র্যালী বের করা হয়। র্যালী শেষে বেলা ১১টা থেকে গুইমারা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান,পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া মৎস্য সপ্তাহ উপলক্ষে আগামী ২৯ জুলাই পর্যন্ত নানান কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
র্যালী ও অন্যান্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গুইমারা উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান কংজরী মারমা।গুইমারা উপজেলা মৎস্য কর্মকর্তা সুদৃষ্টি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন,গুইমারা উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা ডা.আলমগীর হোসেন,গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম,গুইমারা ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা,হাফছড়ি ইউপি চেয়ারম্যান মংশে চেšধুরী,সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা,কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস,গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন,বিভাগীয় কর্মকর্তা,জনপ্রতিনিধি,সাংবাদিক এবং মৎস্য চাষিগন।
আলোচনা সভায় বক্তারা পাহাড়ে মাছ চাষ বৃদ্ধি ও মাছ চাষীদের নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।আলোচনা শেষে মাছ চাষে ভালো করায় উপজেলার ৩ জন মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয়েছে।
উল্লেখ্য যে মাছ চাষ বৃদ্ধি কল্পে প্রতি বছর মৎস্য অদিপ্তরের পক্ষ থেকে বিনামূল্যে মাছের পোনা ও মাছের খাদ্য বিতরণ করা হয়। এবছরও মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা ও মাছের খাদ্য বিতরণ করা হবে।