বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়ির গুইমারাতে শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের সর্ববৃহৎ সামাজিক উৎসব ‘সাংগ্রাইং পোয়ে ১৩৮৬ ¤্রাইমা সাক্র। অতীতের দুঃখ গ্লানি বেদনা সব ভুলে গিয়ে নতুন বছরকে বরণ করে নিতে এই উৎসব।”মুছে যাক গ্লানি,ঘুছে যাক জরা অগ্নিস্নানে শুচি হোক ধরা” স্লোগানে মারমা জাতি গোষ্ঠীর ঐহিত্যবাহী বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব ”মাহা সাংগ্রাইং পোয়ে ১৩৮৬ ¤্রাইমা সাক্র উপলক্ষে এ মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়।মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নানা পোশাকে সেজে বর্ণিল ও আনন্দ উদ্দীপনায় নানা বয়সী নারী-পুরুষরা ঐতিহ্যবাহী পরিচ্ছদ নিয়ে শোভাযাত্রায় অংশ নেন।
শুক্রবার (১২ এপ্রিল) বিকালে গুইমারা মাহা:সাংগ্রাইং পোয়ে উদ্যাপন কমিটির আয়োজনে উপজেলার রামসু বাজার বটতলা এলাকা থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বটতলা থেকে শুরু হয়ে আমতলি পাড়ায় গিয়ে শেষ হয়। সেখানে মারমা শিল্পীদের সাংগ্রাই নৃত্যসহ সাংগ্রাই এর আনুষ্ঠানিকতা শুরু হয়।
২৪ আর্টিলারী ব্রিগেড গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম ,এসপিপি,এনডিসি,এমফডব্লিউসি,পি
এসময় সাংগ্রাইং উদ্যাপন কমিটি ঐতিহ্য অনুযায়ী অতিথিদের বরণ করেন এবং সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করা হয়। বক্তারা দেশ ও জাতির মঙ্গল কামনা করে সকলকে শান্তি-সম্প্রীতি বজায় রেখে উৎসব পালনে আহ্বান জানান।