১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




গুইমারাতে ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৬ ২০২৪, ১৯:১১ | 622 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,৩১ বার তোপধ্বনি,শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ,আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ১৬ডিসেম্বর,মহান বিজয় দিবস পালন করেছে গুইমারা উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা,বিএনপি এবং বিএনপির সকল অংগ্য ও সহযোগি সংগঠন,,গুইমারা প্রেসক্লাব,শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

সোমবার(১৬ডিসেম্বর)সূর্যোদয়ের প্রথম প্রহরে সরকারি,আধা-সরকারি.স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবন,দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ৩১ বার তোপধ্বনির পর গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে দিবসের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

তোপধ্বনি পর,প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষথেকে,গুইমারা উপজেলা নির্বাহী অফিসার  আইরিন আক্তারের নেতৃত্বে,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ শহীদ বেদিতে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের  শ্রদ্ধা জানান।পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড,গুইমারা থানা,গুইমারা প্রেস ক্লাব,বিভিন্ন সামাজিক সংগঠন,বিএনপি ও বিএনপির সকল সহযোগি সংগঠন,স্কুল-কলেজের পক্ষ  থেকে শহীদ বেদিতে ফুল নিয়ে শ্রদ্ধা জানান।
সকাল সাড়ে ৯টায় গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় মেলার উদ্বোধন করেন,উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার।পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আলোচনা সভা এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারদের সংবর্ধনা প্রদান করা হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।

দুপুরে উপজেলা বিএনপির আয়োজনে গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বিকালে উপজেলা বিএনপির উদ্যোগে বিশাল বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়।উৎসব মুখর পরিবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করে বিজয় র‌্যালীতে।র‌্যালীতে প্রধান অতিথি ছিলেন,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট মালেক মিন্টু।অন্যান্যদের মধ্যে ছিলেন,গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি নবী হোসেন,সাধারণ সম্পাদক আরমান হোসেন,সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম, সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো: ইউসুফ, সাবেক সহ-সভাপতি এসএম মিলনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির অংগ্য ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

অপরদিকে উপজেলা জামায়েতে ইসলামীর উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোওয়া মাহফিলের আয়োজন করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET