
গুইমারা বাজারের কাশেম মার্কেটে “ডিজিটাল ডেকোরেট” এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ( ৫ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টায় কাশেম মার্কেট এই ব্যবসায়ীক প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদ্যস্য ও গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সাম্পাদক মেমং মারমা।
গুইমারা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমিরণ পালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, হাফছড়ি ইউপি-চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আয়ুইব আলী মেম্বার ও আবু তাহের, গুইমারা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনার্ধন সেন, গুইমারা উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব শীল এবং বাজার ব্যবসায়ী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দুসহ স্থানীয় জন সাধারণ উদ্বোধনীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন,গুইমারা উপজেলা ছাত্রলীগের সভাপতি আনন্দ সোম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর নিরলস প্রচেষ্টায় বাংলাদেশের আজ ডিজিটালাইজড এর আওতায় এসেছে। ২০২১সালের শুরুতে গুইমারাতে ডিজিটাল ডেকোরেটর নামের যাত্রা শুরুকে স্বাগত জানিয়ে মেমং মারমা বলেন,আধুনিক সেবায় এলাকাবাসী যাতে সুফল পায় এবং কম খরচে মান সম্মত সেবাদানের মাধ্যমে আগামী দিনে, গুইমারা ডিজিটাল ডেকোরেটর সাফল্যের দৌরগোড়ায় এগিয়ে যাওয়া আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এছাড়াও বিশেষ অথিতির ব্যক্তব্য শেষে ডেকোরেটর এর মালিক পক্ষ সমিরন পাল সভার সমাপ্তি ঘোষনা করেন।