খাগড়াছড়ির গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গুইমারা প্রেস ক্লাবের আয়োজনে বুধবার(১১ডিসেম্বর২০২৪)সকল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয়ে প্রেস ক্লাব সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন,গুইমারা উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন,গুইমারা থানার অফিসার ইনচার্জ এনামুক হক চৌধুরী,উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ,জামায়াতে ইসলামীর গুইমারা উপজেলা শাখার নায়েবে আমির মাঃ মোস্তাফিজুর রহমান,বাংলাদেশ ইসলামি আন্দোলন গুইমারা শাখার সভাপতি মো: মাগফার হোসেন প্রমুখ।
উপস্থিত ছিলেন,গুইমারা সরকারি কলেজের অধক্ষ মুহাম্মদ নাজিম উদ্দিন,গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন,উপজেলা কৃষি অফিসার ওঙ্কার বিশ^াস,উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মো:আব্দুল লতিফ,সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম,বৈষম্য বিরোধী আন্দোলনের গুইমারা প্রতিনিধি মুহাম্মদ রাসেল শেখসহ রাজনৈকি নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রেস ক্লাবের সদস্যবৃন্দ।
বক্তারা বলেন,সাংবাদিকদের সত্যনিষ্ঠ ও নীতির প্রশ্নে আপসহীন এবং ন্যায়ের পক্ষে অবিচল থাকতে হবে।বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ লেখনীর মাধ্যমে দেশ ও জাতির সামনে প্রকৃত চিত্র তুলে ধরতে হবে।ছাত্র জনতার গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রেখে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি উন্নয়নমূলক কাজে সহযোগিতা এবং চাদাবাজির মুখোশ উন্মোচনসহ অনিয়ম-দূর্নীতিমুক্ত সমাজ নির্মাণে সাংবাদিকদের ভূমিকার কথা তুলে ধরে বিভিন্ন দিক নিদের্শনামূলক বক্তব্য রাখেন বক্তারা।