খাগড়াছড়ির গুইমারার ঐতিহ্যবাহী অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গুইমারা নুরানী তালীমূল কোরআন মাদ্রাসার সবক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো: ইউচুপ এর সভাপতিত্বে এবং রমজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন,গুইমারা থানার অফিসার ইনচার্জ মো: এনামুল হক,গুইমারা উপজেলা বিএনপি সভাপতি মো: সাইফুল ইসলাম সোহাগ, গুইমারা উপজেলা জামায়াত ইসলামীর আমির রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক,পরিচালনা কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ ছাত্রছাত্রীদের অভিভাবকবৃন্দ।
এসময় বক্তাগণ বলেন, গতানুগতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা অনেক গুরুত্বপূর্ণ।বর্তমানে অনেকেই বৃদ্ধ হয়ে যাওয়ার পরে ও ধর্মীয় শিক্ষা না পাওয়ার কারণে নামাজ বা কোরআন পড়তে পারে না।শিশুকাল থেকেই বাচ্চাদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করলে একটি ভিত্তি গড়ে উঠবে। যা তারা কখনো ভুলবে না।আজকে শিশু আগামি দিনের ভবিষৎ,শিশুদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে।পাশাপাশি মাদক থেকে দুরে রাখতে হবে।পরিশেষে,দেশ জাতীর কল্যান কামনা করে মুনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষনা করেন।