২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গোয়াইনঘাট জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান বহিরাগত শ্রমিক দিয়ে বালু পাথর লুটের পাঁয়তারা 




গোয়াইনঘাট জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান বহিরাগত শ্রমিক দিয়ে বালু পাথর লুটের পাঁয়তারা 

সোহেল আহমদ সাজু,  তাহিরপুর .সুনামগঞ্জ, করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : ডিসেম্বর ১৩ ২০২৪, ২১:০৯ | 634 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিলেটের  গোয়াইনঘাট উপজেলার জাফলং  ইসিএভুক্ত এলাকায় বিজিবি-পুলিশ সহযোগে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলামের নেতৃত্বে ১২ ডিসেম্বর বৃহস্পতিবার ২৪ তারিখ সকাল ৮:০০ টা থেকে সন্ধ্যা ৫:৩০ টা পর্যন্ত টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: সাঈদুল ইসলাম,  ওসি সরকার তোফায়েল আহমেদ , বিজিবি ক্যাম্প কমান্ডার জাভেদ সহ বিজিবির ৫০ সদস্যের টিম, সিলেট  জেলা পুলিশ ও গোয়াইনঘাট থানার ২০ জন পুলিশ সদস্যের টিম উপস্থিত ছিলেন।
অভিযানে ইসিএভুক্ত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৫০ টি নৌকা বিনষ্ট করে বালু নদীতে ফেলা হয়েছে। এছাড়া প্রায় ৮ শতাধিক নৌকার বালু নদীর পানিতে আনলোড করা হয়েছে। পাশাপাশি ৪৫ টি ট্রাকের বালু আনলোড করে নদী তীরে জব্দ করা হয়েছে। জাফলং বল্লাঘাট, জুমপাড়, লাখেরপার, নয়াবস্তি, জাফলং ব্রীজ এলাকায় ০৫ টি (পাঁচ) টি পয়েন্টে নদী থেকে বালু উত্তোলন করে গাড়ি দিয়ে পরিবহন বন্ধ করে রড-সিমেন্টের পিলার দিয়ে ব্যারিকেড দেয়া হয়েছে।
অভিযান কার্যক্রমে শ্রমজীবী জনগণের বক্তব্যে জানা যায় যে,ইসিএভুক্ত বালু-পাথর লুটপাট করার জন্য সুনামগঞ্জ,হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী,টাঙ্গাইল এলাকা থেকে প্রায় দশ হাজারের অধিক শ্রমিককে জাফলংয়ে আনা হয়েছে। এ বিষয়টি বাংলাদেশের  সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার জাফলং-তামাবিল এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জানান,অভিযানের সময় জাফলংয়ে খোলা আকাশের নীচে নদীর পাশে ও বালুচরে  সিলেটের বাইরে থেকে আসা শ্রমিকদের আবাসনের জন্য গড়ে তোলা ১০ টি শ্রমিক ক্যাম্প অপসারণ করা হয়েছে। এসকল বহিরাগত শ্রমিকের সীমান্তবর্তী জাফলং এলাকায় দেশের বর্তমান পরিস্থিতিতে  অবস্থান করাটা উদ্বেগজনক।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET