গোলাপগঞ্জের ব্যবসায়ীর উপর দায়েরকৃত মিথ্যা মামলার অব্যাহতি পূর্বক সঠিক পুনঃতদন্তের দাবি করেছেন গোলাপগঞ্জ উপজেলার ৮নং ভাদেশ্বর ইউনিয়নের মোকাম বাজার ব্যবসায়ী কমিটিসহ সচেতন সাধারন নাগরিকবৃন্দ। ঘটনাটি পুনঃতদন্তসহ সাজানো এ মিথ্যা মামলা থেকে অব্যাহতির আবেদন জানিয়ে সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বরাবরে স্মারকলিপি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার(২৮মার্চ)দুপুর ১টার দিকে সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান’র নিকট দেয়া এ স্মারকলিপির অনুলিপি দিয়েছেন সিলেটের জেলা পুলিশ সুপার, বরাবরে।
জানা যায়, পূর্ব পরিকল্পিত ভাবে একটি মহল জাতীয় সেবা ৯৯৯ এ পুলিশকে কল দিয়ে জানায় যে ভাদেশ্বর ইউনিয়নের মাইজভাগ গ্রামের জুয়েল আহমদের বাড়িতে অস্ত্র রয়েছে। এর পরিপেক্ষিতে গত ২৫/০৯/ ২০২৩ ইং তারিখে মধ্যরাতে স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহিদ্দুজামান লাভলু ও ৩ নং ওয়ার্ডের মেম্বার কাহেল আহমদকে সাথে নিয়ে পুলিশ বাড়িতে এসে বলে বাড়িতে নাকি অস্ত্র রয়েছে এজন্য তারা অনুসন্ধান চালাবে। এসময় জুয়েল বলে আপনারা দেখেন কিছু আছে কিনা। পুলিশ সদস্যরা অন্য কোন রুম তল্লাশি না করে সরাসরি জুয়েল আহমদের বেডরুমে গিয়ে অন্ধকারের মধ্যে টর্চ লাইট ব্যবহার করে পুলিশ রুমের এদিক ওদিক তল্লাশির সময় একজন পুলিশ সদস্য জানালা পাশে একটি শপিং ব্যাগ দেখতে পেয়েই বলে উঠে অস্ত্র পাইছি। এরপর এই শপিং ব্যাগে একটি পুরাতন পিস্তল পাওয়া যায়। আশ্চর্যের বিষয় হচ্ছে পিস্তলটি এতই পুরাতন যে এর ভিতরে গুলি লাগাবার মত অবস্থা নেই। তারা এ ঘটনার পূন:তদন্তের জোরদাবী জানান।
স্মারকলিপিতে আরো বলা হয়, আমরা এলাকার ব্যবসায়ী ও সাধারন জনসাধারণ মনে করি পূর্ব শত্রুতার দরুন তাহার কোন শক্রলোক যোগাযোগের মূলে ৯৯৯-এ কল করে ব্যবসায়ী জুয়েলকে ফাঁসাতে কথিত অস্ত্র উদ্ধারের নাটক তৈরি করেছে। আমরা মনে করি এ ঘটনাটি যদি সঠিক ও নিরপেক্ষ তদন্ত করা হয় তাহালে নিরীহ ব্যবসায়ী জুয়েল আহমদের বদলে ৯৯৯-এ ফোনকারী ব্যক্তি হয়ত মূল আসামি হত। গোলাপগঞ্জ মডেল থানা আমাদের আশ্বাস করেছিলেন জুয়েলের পরিবারিকে সহযোগিতা করে এর সত্য উদঘাটন করবেন। কিন্তু পরবর্তী সঠিক তদন্ত ব্যতিরেকে গত ৩০/০১/২০২৪ তারিখে মামলার চার্জশীটে জুয়েলকেই দোষী সাব্যস্ত করা হয়েছে। এমতাবস্তায়, আমরা নিম্নস্বাক্ষরকারীগণ সহ সচেতন এলাকার নাগরিক ও ব্যবসায়ী বৃন্দের আকুল আবেদন নিরপেক্ষ পুনঃতদন্তের দ্বারা সত্য উদঘাটন করার জোরদাবী জানান তারা।
জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার পরে এলাকার প্রবীণ ব্যক্তিত্ব বিশিষ্ট মুরুব্বি মজনুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য ও উপস্থিতি ছিলেন-ভাদেশ্বর ইউপির প্যানেল চেয়ারম্যান মুহিদুজ্জামান লাভলু, ইউপি সদস্য কায়েল আহমদ, কলামিষ্ট আবুল হাসনাত, বিশিষ্ট রাজনীতিবিদ আনিসুজ্জামান পাপলু, মাইজভাগ জামে মসজিদের সেক্রেটারি এমএ কুদ্দুস, সদস্য অহিদ আহমদ,ব্যবসায়ী তৌফিকুল ইসলাম, সাইদ আহমদ প্রমুখ।