বৈষম্যবিরোধী ছাত্র ও গনতান্ত্রিক আন্দোলনে গোলাপগঞ্জের শহীদ ও আহতদের সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী কানাডার টরেন্ডতে বসবাসরত গোলাপগঞ্জবাসীর উদ্যোগে গোলাপগঞ্জের ৮টি পরিবারকে ২৫ হাজার টাকা করে ও দানাদার খাবার সহ চারটি ছাগল প্রত্যেক শহীদের পরিবারের মধ্যে গিয়ে বাংলাদেশে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে হস্থান্তর করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল, সিলেট জেলা বিএনপির উপদেষ্ঠা মহিউস সুন্নাহ চৌধুরী, ছালিক আহমদ চৌধুরী, কানাডা প্রবাসী লায়েক আহমদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, উপজেলা জামাতের নায়বে আমীর জিন্নুর চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা প্রতিষ্ঠাতা ছাত্রদলের সদস্য আব্দুস ছায়াদ,বিএনপি নেতা নজরুল ইসলাম, নিজামুল কাদির চৌধুরী লিপন, উপজেলা যুবদলের আহবায়ক এড. মামুন আহমদ রিপন, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা.মোহাম্মদ জোনায়েদ কবির, সমাজসেবা অফিসার মো: নুরুল হক, ঢাকাদক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মুহিব হোসেন প্রমুখ।
হস্থান্তরকালে কানাডা প্রবাসী লক্ষীপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিছবাহুল কাদির ফাহিম ও আলী হোসেনের সহযোগীতায় কানাডায় বসবাসরত প্রবাসীরা গোলাপগঞ্জের শহীদ ও আহত ৮ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য প্রবাসীদের সুস্বাস্থ্য কামনা ও ভবিষ্যত্বে যেকোন প্রয়োজনে এসব পরিবারের পাশে দাঁড়ানোর আহবান জানান উপস্থিত নেতৃবৃন্দ।