গোলাপগঞ্জে গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশের গুলিতে নিহত শহীদদের স্মরণে ঢাকাদক্ষিন ইউপির ৬নং ওয়ার্ড বিএনপির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) উপজেলার ঢাকাদক্ষিন ইউপির সুনামপুর বাজারে ওয়ার্ড বিএনপির সভাপতি নজির উদ্দিনের সভাপতিত্বে ও কামরুল হাসান কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম।
সাধারণ সম্পাদক ইয়াহিয়া আহমদ দুলালের সঞ্চালনায় ও ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক সুহেদ আহমদ শুভেচ্ছা বক্তব্যে মাধ্যমে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সভাপতি কাউন্সিলার হেলালুজ্জামান হেলাল, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ডা: আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সহসভাপতি কামরুজ্জামান জুনাক, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক নুরুজ্জামান জুবেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাহান আহমদ, ঢাকাদক্ষিন সরকারি কলেজের ভারপ্রাপ্ত আহবায়ক সুমেল আহমদ, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক সুহেদ আহমদ, প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা সদস্য ফারুক মিয়া, সহসভাপতি কফিল আহমদ মেম্বার, সহ সাংগঠনিক জয়নাল আহমদ মাস্টার, কৃষি বিষয়ক মালেক আহমদ, যুব বিষয়ক সম্পাদক এবাদুর রহমান, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক তাহের আহমদ, ঢাকাদক্ষিণ ইউপি বিএনপির সহসভাপতি আব্দুল কাদির, সাবেক সাধারণ সম্পাদক সালমান আহমদ, আব্দুর রহিম মেম্বার, বুধবারী বাজার ইউপি সদস্য ফখরুল ইসলাম, পৌর যুবদল নেতা সাহাদাত হোসেন, যুবদল নেতা আরিফ আহমদ, জুনেদ আহমদ, সিপু আহমদ, ছাত্রদল নেতা রাফি সিরাজ, তানভীর, সিদ্দিক, ঢাকাদক্ষিন ইউপি স্বেচ্ছাদলের সাধারণ সম্পাদক জাকির আহমদ, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হেলাল আহমদ, আমির হামজা, তারেক আহমদ রুবেল, শামীম আহমদ, কাদির আহমদ, জালাল আহমদ, সাসসু মিয়া, মানিক মিয়া, দেলওয়ার হোসেন, নাজিম আহমদ, আব্দুল হামিদ শারুল, রেদওয়ান আহমদ, রাজন আহমদ, সেবুল আহমদ,রেদওয়ান আহমদ, মিলন আহমদ, জাবের আহমদ,রাজু আহমদ প্রমুখ।
সভাশেষে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশের গুলিতে নিহত শহীদদেও আত্বার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন মাওলানা আজিজুর রহমান।