প্রেস বিজ্ঞপ্তি:- ঘূর্ণিঝড় বুলবুলে আতংকিত না হয়ে দেশবাসিকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক এস আর সাঈদ।
তিনি ঘূর্ণিঝড় বুলবুলে আতংকিত না হয়ে দেশবাসিকে যথাসম্ভব শান্ত থাকা, গুজবে কান না দেওয়া ও গুজব রটানো না করা, দূর্গোগের সময় নিয়োমিত রেডিও শুনা, বিপদ সংকেত ঘোষণার সাথে সাথে সবার আগে উপকুলবর্তি এলাকার গর্ভবর্তী মা-নারী-শিশু-বয়স্ক ও শিশুদের সকলকে আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করা, শুকনা খাবার ও জরুরী প্রয়োজনীয় জিনিসপত্র মাটিতে সুরক্ষিতভাবে পুতে রাখা, গবাদি পশুর দড়ি খুলে নিরাপদ স্থানে নেওয়া, নৌযান নিরাপদ অবস্থানে রাখা, জরুরি প্রাথমিক চিকিৎসা সামগ্রী কাছে রাখা, লোকের মুখের কথা না শুনে শুধু সরকারি বার্তায় বিশ্বাস রাখা, মোবাইল ফোন আগেই সম্পূর্ণ চার্জ দিয়ে রাখা, পোষ্যদেরও বাড়ির ভিতর নিরাপদ স্থানে রাখা, ঝড় শুরু হলে পরিস্থিতি বুঝে বাড়ির বিদ্যুৎ সংযোগ বন্ধ করা, ঘরের দরজা-জানলা ভালো করে বন্ধ রাখা, ফোটানো বা ক্লোরিন দেওয়া পানি পান করা, ঝড়ের সময় যদি রাস্তায় থাকলে যত দ্রæত সম্ভব কোনো সুরক্ষিত স্থানে আশ্রয় নেওয়া, গাছ বা বিদ্যুতের খুঁটির নিচে না দাঁড়ানো, রডিও/ট্রানজিস্টারে খবর শ্রবণ করা, ঝড়ে ক্ষতি হয়েছে এমন কোনো বাড়িতে আশ্রয় না নেওয়া ও ছিঁড়ে পড়তে থাকা বিদ্যুতের তারে হাত না দেওয়ার আহ্বান জানান।