৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




চাপের মুখে রাতে রাবিপ্রবি’র ভিসি’র পদত্যাগ : সকালে অনুসারীদের নিয়ে প্রকল্প সভা

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : আগস্ট ১৯ ২০২৪, ২০:২৩ | 636 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি)  এবং আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ কমিটির সদস্য অধ্যাপক ড. সেলিনা আখতার ও উপ-উপাচার্য  (প্রো-ভিসি) অধ্যাপক ড. কাঞ্চন চাকমা পদত্যাগ করেছেন।

রবিবার  ১৮ আগস্ট-২০২৪  রাতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীদের চাপের মুখে তারা পদত্যাগ করেন।

রবিবার সকালে শিক্ষক সমিতি ভিসি’র পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ে শার্টডাউন কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করে এবং শিক্ষকরা একটি লিখিত বিবৃতি দেয়।

বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ কমিটির সদস্য এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সেলিনা আখতার এবং তাঁর স্বামী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক রুহুল আমিন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিচালনায় সীমাহীন দুর্নীতি, প্রত্যেক কমিটিতে নিজের পছন্দের লোক রাখা, ভিসির স্বামীর মতামত শিক্ষকদের উপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া, পক্ষপাতিত্ব করা, বিধি মোতাবেক প্রশাসনিক কাজ করতে বাঁধা প্রদান, শিক্ষকদের প্রতি কটু কথা, বাজে আচরণ, অযথা হয়রানী ও হুমকি দেয়া, খণ্ডকালীন শিক্ষক হিসেবে বিভিন্ন বিভাগীয় কোর্সসমূহ নিজের, নিজের স্বামীর ও নিজের পছন্দের মানুষকে দেয়ার জন্য চাপ প্রয়োগ করা, একাডেমিক কমিটির মতামত কে অগ্রাহ্য করে পরীক্ষা কমিটিতে বহিঃ সদস্য হিসেবে নিজের পছন্দের লোক রাখার জন্য চাপ প্রয়োগ করা এবং নিয়মবহির্ভূত ভাবে বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক কাজে অযথা হস্তক্ষেপ করে সকল শিক্ষকদের মাঝে চরম দ্বন্দ্ব ও বিভেদ তৈরি করেছেন।

এসব কারণে শিক্ষকরা ভিসি’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তার পদত্যাগের দাবি করেন। ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন।

পক্ষান্তরে শিক্ষার্থীরা দাবি তোলেন শুধু ভিসি নয় প্রো-ভিসি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক কাঞ্চন চাকমাকেও পদত্যাগ করতে হবে। আন্দোলনরত রাবিপ্রবি শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সন্ধ্যায় প্রো-ভিসি অধ্যাপক কাঞ্চন চাকমা পদত্যাগ করেন।

পরে শিক্ষক ও শিক্ষার্থীরা ভিসির বাসায় গিয়ে তাকে পদত্যাগের অনুরোধ জানালে রাত ১১টায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার পারিবারি ও ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন।

তার আগে রাত ৮টায় উদ্ভূত পরিস্থিতিতে রাবিপ্রবির ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে উপ-উপাচার্য  (প্রো-ভিসি) অধ্যাপক ড. কাঞ্চন চাকমা পদত্যাগ করেন।

নাম প্রকশ না করার শর্তে রাবিপ্রবি’র শিক্ষক সমিতির একজন জানান, শিক্ষকরা ভিসি’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তার পদত্যাগগেরদাবি করে ছিলো।  প্রো-ভিসির পদ ত্যাগ এটা শিক্ষকদের দাবি ছিলো না।

কিন্তু রাবিপ্রবি কিছু শিক্ষার্থীরা প্রো-ভিসি অধ্যাপক ড.কাঞ্চন চাকমা পদত্যাগ দাবি করায় তিনি নৈতিক দিক বিবেচনা করে প্রো-ভিসির পদ থেকে পদত্যাগ করেছেন।

 

এর আগে গত শনিবার (১৭ আগস্ট-২০২৪)  রাবিপ্রবি’র প্রক্টর ড. নিখিল চাকমা ও সহকারী প্রক্টর জি এম সাখাওয়াত হোসেন উদ্ভূত পরিস্থিতির কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন। বর্তমানে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অসংগতি নিয়ে যে সকল অভিযোগ ও আপত্তি তুলেছে তাতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। যার কারনে রাবিপ্রবির ছাত্রী হলের ‘সহকারী প্রভোস্ট’ পদ থেকে গত ১৫ আগস্ট গৌরব চাকমা পদত্যাগ করেছিলেন।

রাবিপ্রবি’র ভিসি, প্রো-ভিসি, প্রক্টর, সহকারী প্রক্টর ও সহকারী প্রভোস্ট পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন রাবিপ্রবি’র  ডেপুটি রেজিস্ট্রার অনিল জীবন চাকমা।

এদিকে পদত্যাগী ভিসি ড. সেলিনা আখতার পদত্যাগ করার পরও আজ সোমবার ১৯ আগষ্ট-২০২৪ ভেদ ভেদী অফিসে রাবিপ্রবি স্থাপন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক হিসাবে তার অনুসারী কিছু শিক্ষকদের নিয়ে সভা করার খবর পাওয়া গেছে।

পদত্যাগী ভিসি ড. সেলিনা আখতার দাবি তার পদত্যাগ পত্র কর্তৃপক্ষ এখন গ্রহন করেননি, তাই তিনি নিজেকে এখনো রাবিপ্রবি’র  ভিসি হিসাবে দাবি করছেন। #

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET