
অবিশ্বাস্য হলেও সত্য ডুমুরিয়া উপজেলার চুকনগরের উত্তর গোবিন্দকাটি গ্রামের বাহাদুর শাহ নামে একটি ফ্রিজিয়ান হানড্রেড গরুর ওজন হয়েছে ১২শ কেজি। গরুটি এই কুরবানী ঈদে বিক্রয় করা হবে বলে জানা যায়।
উপজেলার আটলিয়া ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের শাহাদাৎ হোসেন শেখের পুত্র আলতাফ হোসেন শেখ জানায়, ফ্রিজিয়ান হানড্রেড জাতের বাহাদুর শাহ নামে একটি ১২শ কেজি ওজনের গরুটি বিক্রয় (যোগাযোগ-০১৯৬৩-৪৭৮৫১৪ ও ০১৭১২-৬২২৮১৯) করা হবে।
Please follow and like us: