চুকনগরে ভদ্রা নদীর উপর একটি সাঁকো ভেঙে পড়ে। একারণে প্রায় ৫ কিলোমিটার নদী জুড়ে গত ১ সপ্তাহ ধরে শেওলা জমা হয়ে জলাবদ্ধতার সৃষ্টি করে। এতে ডুমুরিয়া উপজেলার আটলিয়া, নরনিয়া, কাটাখাল, কেশবপুর উপজেলার পাথরা ও ভেরচি গ্রামে পানি উঠে যায় এবং দুই উপজেলার প্রায় শতাধিক মৎস্য ঘের তলিয়ে যায়। এমতাবস্থায় কেশবপুরের সন্তান সমাজ সেবক ও মৎস্য ঘের ব্যবসায়ী মোঃ সুলতান মোড়ল নিজস্ব অর্থায়নে মঙ্গলবার দিনব্যাপী প্রায় অর্ধশত শ্রমিক খাটিয়ে সাঁকোটি মেরামত করেন। এতে শেওলা পরিষ্কার করা সহ পানির স্রোত সৃষ্টি করা হয় এবং অল্প সময়ের মধ্যে পুরো এলাকার পানি নেমে যায়। এব্যাপারে সমাজ সেবক মোঃ সুলতান মোড়ল বলেন, সাঁকোটি নদীর উপর ভেঙে পড়ায় নদীতে শেওলা জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে কয়েকটি গ্রাম ও মৎস্য ঘের তলিয়ে যায়। এ দূরাবস্থায় কেউ এগিয়ে না আসায় আমি নিরুপায় হয়ে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করেছি।
Please follow and like us: