চুকনগর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন অধ্যাপক মোঃ আবদুল হাফিজ মাহমুদ। বৃহস্পতিবার বেলা ১১টায় কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভার মাধ্যমে তিনি দায়িত্বভার গ্রহন করেন। সভায় সভাপতিত্ব করেন দাতা সদস্য সাবেক সহকারী অধ্যাপক মোঃ আতিকুর রহমান। সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন বিদায়ী (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম ব্রাউন। সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওঃ মুক্তার হুসাইন, সাবেক অধ্যক্ষ এস এম জুলফিকার আলী জুলু, অধ্যাপক কল্যান কান্তি হালদার, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মোঃ মনিরুল হক, প্রভাষক সুমন কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক নার্গিস হোসাইন, প্রভাষক ইফআত আরা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোড়ল আমিনুর রহমান, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী জেনারেল মোঃ মঈন উদ্দিন, চুকনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গাজী আব্দুল কুদ্দুস প্রমুখ।
Please follow and like us: