আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে চুকনগর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। নির্বাচনে মোট ১৫টি পদের বিপরীতে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। দীর্ঘদিন পর এ বাজারে ভোট অনুষ্ঠিত হওয়ায় ব্যবসায়ীদের মাঝে বিরাজ করছে বাড়তি আমেজ। প্রার্থীরা নাওয়া খাওয়া ছেড়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। এর ব্যতিক্রম ঘটেনি এবার বাজার বণিক সমিতির নির্বাচনে সাংগঠনিক সম্পাদক প্রার্থী, আটলিয়া ইউনিয়ন যুবদল নেতা, চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্য, চুকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহ সভাপতি, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি, বাজার বণিক সমিতির সাবেক সদস্য ও নিরাপত্তা বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালামের বেলায়। তিনি ফ্রিজ প্রতীক দিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। তিনি জানান, যদি ভোটারদের ভোটের মাধ্যমে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হতে পারি। তাহলে আমি তাদের সেবক হিসেবে কাজ করবো। কখনো ভোটারদের বা ব্যবসায়ীদের অসম্মানমূলক কর্মকান্ডে জড়িত হব না। বাজারের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখবো।
Please follow and like us: