আগামী ২৩নভেম্বর অনুষ্ঠিত চুকনগর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে এক মতবিনিময় সভা সোমবার বেলা ১১টায় আটলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাজার বণিক সমিতির আহবায়ক, আটলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আল আমীন। বিশেষ অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ রানা ও উপজেলা যুব উন্নয়ন অফিসার ও নির্বাচন পরিচালনায় দায়িত্বরত রিটার্নিং অফিসার এস এম কামরুজ্জামান। বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওঃ মুক্তার হুসাইন, আটলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ সালাম, বিএনপির নেতা বিএম হাবিবুর রহমান হবি, মোড়ল আমিনুর রহমান, সরদার দৌলত হোসেন, বাজার বণিক সমিতির সদস্য সচিব অধ্যাপক মনিরুল হক, চুকনগর প্রেসক্লাবের সভাপতি মোঃ রুহুল আমীন, সাধারণ সম্পাদক গাজী আব্দুল কুদ্দুস, সাংবাদিক কোমল রাহা, ব্যবসায়ী আব্দুস সেলিম মোড়ল, শাহিদুল ইসলাম, মোঃ মাহাবুর রহমান, মোসলে আক্তার লেলিন, সরদার বিল্লাল হোসেন, শেখ ফরহাদ হোসেন বাবু, কবির হাসান ডবলু, মাহামুদুল কালাম মিথু, বদরুজ্জামান মুন্না, মেহেদী হাসান বাবলু, মোঃ আবুল কালাম, সাইদুর রহমান, দেবব্রত রায়, শেখ কারিমুল ইসলাম, জামির হোসেন প্রমুখ।
Please follow and like us: