১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চুকনগর বাজার বণিক সমিতির নির্বাচন  ২৩নভেম্বর, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ত্রিমুখী লড়াই




চুকনগর বাজার বণিক সমিতির নির্বাচন  ২৩নভেম্বর, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ত্রিমুখী লড়াই

গাজী আব্দুল কুদ্দুস, চুকনগর.খুলনা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১৯ ২০২৪, ২০:০৭ | 661 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চুকনগর বাজার বণিক সমিতির আহবায়ক, আটলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিনের ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘ ১৭ বছর পর আগামী ২৩ নভেম্বর-২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন। নির্বাচনে ১৫ পদের বিপরীতে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। মোট ১৪৬০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল ৯টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ-উপলক্ষ্যে পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে বাজারের প্রতিটা সড়ক। নাওয়া খাওয়া ছেড়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছে প্রার্থীরা।
জানা যায়, গত ২০১১ সালে ফেব্রুয়ারী মাসে চুকনগর বাজার বণিক সমিতির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোড়ল মাহবুব আলম সভাপতি ও প্রভাষক আবিদ হোসেন ইমু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। এরপর চুকনগর বাজারে আর কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ক্ষমতার দাপট দেখিয়ে প্রহ্লাদ ব্রহ্ম ও সরদার ওহিদুল ইসলাম জোরপূর্বক বাজারের দায়িত্বভার গ্রহন করেন। শুরু হয় নানা অনিয়ম। চুরি ও ডাকাতি শুরু হয় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে। তাদের শাসনামলে বাজারের ব্যবসায়ীরা রাতে শান্তিতে ঘুমাতে পারেনি। বাজার হতে যে টাকা আয় হয়েছে, তাতে তারা শুধু নিজেদের আখের গুছিয়েছে। বাজারের সবচেয়ে বড় সমস্যা ছিল পয়ংনিষ্কাশন ব্যবস্থা। যা সমাধানে বিগত কমিটি কোন উদ্যোগ গ্রহন করেনি। সর্বশেষ ৫ আগষ্ট গণ অভ্যুথানের পর আটলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ হেলাল উদ্দিনকে জোরপূর্বক বাজারের দায়িত্ব দেয়া হয়। তিনি নির্বাচিত হওয়ার পর সর্ব প্রথম বাজারের জলাবদ্ধতা দূর করেন। অকেজো ড্রেন গুলো সংস্কার ও দীর্ঘ এক যুগেরও বেশি সময় ড্রেনের ভিতর জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করেন। সাথে ছিলেন সাবেক চেয়ারম্যান শেখ বদরুজ্জামান তসলিম, আব্দুল হালিম শাহিন, মেহেদী হাসান বাবলু, কোমল রাহা শেখ কারিমুল ইসলামসহ অনেকে। এছাড়া বাজারের যতিন কাশেমসহ আরও দুটি সড়ক সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যাওয়াসহ কর্দমাক্ত হয়ে যেতো। ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন সে রাস্তা গুলি আরসিসি’র ঢালাই দিয়ে চলাচলে উপযুক্ত করে তুলেছেন। ১১ নভেম্বর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার এস এম কামরুজ্জামান প্রতীক ঘোষণার পর জমে উঠেছে নির্বাচন। প্রার্থীরা দিনরাত নাওয়া খাওয়া ছেড়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছে। অনেকে বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা করছেন। যা বাজারের ব্যবসায়ীরা এটা তাদের জন্য বাড়তি সম্মান বলে মনে করছেন।
প্রার্থীদের মধ্যে সভাপতি পদে মোঃ রুহুল আমিন (ছাতা), আব্দুস সেলিম মোড়ল (আনারস), মোঃ সহিদুল ইসলাম মোড়ল (মোটর সাইকেল)। সহ-সভাপতি পদে মোঃ মাহাবুর রহমান (চেয়ার), মোঃ বাহারুল ইসলাম (দেয়াল ঘড়ি), মোঃ রবিউল ইসলাম (হাতি)। সাধারণ সম্পাদক পদে ফরহাদ হোসেন শেখ (ঘোড়া), মোঃ বিল্লাল হোসেন (টিউবয়েল), শেখ মাহমুদুল কালাম (মোরগ), এস এম বদরুজ্জামান মুন্না (হারিকেন), মোঃ কবির হোসেন ডাবলু (বালতি)। সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ ওলিয়ার রহমান গাজী (মাছ), দেবব্রত রায় (তালা)। কোষাধ্যক্ষ পদে মেহেদী হাসান বাবলু (হরিণ), মোঃ বাহারুল ইসলাম (কলস)। সাংগঠনিক সম্পাদক পদে আবুল কালাম সরদার (ফ্রিজ), মোঃ আলাউদ্দিন মালী (সিলিং ফ্যান), শেখ মোঃ মোসলে আক্তার লেলিন (বাইসাইকেল)। দপ্তর সম্পাদক পদে ওয়াহিদুজ্জামান মিলন (দোয়াত কলম), গৌতম মন্ডল (গাভী)। প্রচার সম্পাদক পদে মোঃ আরিজুল ইসলাম (মাইক), মোঃ মনিরুজ্জামান মোড়ল (টিয়াপাখি), মোঃ আতিয়ার রহমান গাজী (টেলিভিশন), মোঃ শরিফুল ইসলাম গাজী (আম)। বাজার উন্নয়ন ও পরিবেশ সম্পাদক মোঃ জাহিদুর রহমান (বই), শাহিদুর রহমান (গোলাপফুল)। ক্রীড়া সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম মোড়ল (ফুটবল), মোঃ আমিনুল ইসলাম (ক্রিকেট ব্যাট)। এছাড়া কার্যনির্বাহী পাঁচ সদস্য পদে প্রার্থী হলেন ১১জন। তারা হলেন মোঃ কারিমুল ইসলাম (হেলিকাপ্টার), মোঃ আবুল হোসেন (ডাব), মোঃ আব্দুল হালিম মোড়ল (ঘুড়ি), জাহিদুল ইসলাম (মই), জামির হোসেন (রিকসা), কৃষ্ণ বিশ্বাস (চিংড়ি মাছ), আঃ মালেক গাজী (হাতপাখা), মোঃ আশরাফুল ইসলাম (টেলিফোন), আব্দুর রশিদ গাজী (ঘোড়ার গাড়ি), জিএম ফরহাদ হোসেন (বাঘ), মোঃ রেজাউল ইসলাম (ফুল কপি)। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভোটারের অভিমত সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ত্রিমুখী লড়াই হবে।
এ ব্যাপারে চুকনগর বাজার বণিক সমিতির আহবায়ক, আটলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন বলেন, আমরা বাজারের দায়িত্বভার গ্রহন করার পর তিনটি সমস্যা গুরুত্ব সহকারে দেখেছিলাম। ১ম সমস্যা বাজারের পানি সরবরাহের সকল অকেজো ড্রেন গুলো সংস্কার, ড্রেনের ভিতর দীর্ঘদিন ধরে জমে ময়লা আবর্জনা পরিষ্কার ও পয়ং নিষ্কাশনের ব্যবস্থা করা। বাজারে মানুষের চলাচলে যে রাস্তা গুলো অনুপযোগী ছিল, সে গুলো সংস্কার করা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক যতিন কাশেম রোডসহ আরও দুটি সড়ক আরসিসি’র ঢালাই দিয়ে সংস্কার করা। এছাড়া আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বাজারে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি গ্রহনযোগ্য নির্বাচন উপহার দেওয়া। আমরা ৯০ দিনের মধ্যে সেটি করতে সক্ষম হয়েছি। যার সুফল ভোগ করবে বাজারের ব্যবসায়ীরা। তাছাড়া সকল ভয়ভীতি উপেক্ষা করে যাতে ব্যবসায়ীরা ভোট দিতে পারে, সে জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল আমীন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ রানার সাথে প্রার্থী ও ভোটারদের মতবিনিময় সভায় মিলিত হয়েছে। তারা আস্বস্ত করেছে চুকনগর বাজারে একটি গ্রহনযোগ্য নির্বাচন উপহার দেওয়া ব্যাপারে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদ রানা বলেন, নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে চুকনগর বাজার বণিক সমিতির একটি সুষ্ঠু নির্বাচন আগামী ২৩ নভেম্বর উপহার দিবো।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET