আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত চুকনগর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি প্রার্থী বাজার কমিটির সাবেক বারবার নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি, চুকনগর আঞ্চলিক বাস/মিনিবাস মালিক সমিতির সভাপতি, দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য, আব্বাস হোটেলের সত্ত্বাধিকারী ও আব্বাস এক্সপ্রেস পরিবহনের চেয়ারম্যান মোঃ আব্দুস সেলিম মোড়ল মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মঙ্গলবার বিকাল ৫টায় নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত রিটার্ণিং কর্মকর্তা ও উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম কামরুজ্জামান ও বাজার বণিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিনের কাছে তিনি মনোনয়ন পত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন আব্দুল জলিল মোড়ল, আব্দুল হালিম মোড়ল, ফারুক সোবহান সরদার, মোঃ শাহাজান শেখ, আব্দুর রাজ্জাক শেখ, সরদার রবিউল ইসলাম, আলী আকবর বাদশা, আলী আসগর অনন্ত, আকরাম হোসেন, আরিফ বিল্লা প্রমুখ।
Please follow and like us: