কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের গোপালনগর মহিলা আলিম মাদরাসার ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ ও মা সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার মাদরাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন। মাদরাসা পরিচালনা কমিটির আজীবন দাতা সদস্য ডাঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন, শ্রীপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোস্তফা নুরুজ্জামান খোকন, বীরমুক্তিযোদ্বা আলী আশ্রাফ, দাতা সদস্য অহিদুর রহমান, বায়তুশ শরীফ লহরী মাদরাসার সিনিয়র শিক্ষক আবদুল হাকিম, শ্রীপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম, গোপালনগর মহিলা আলিম মাদরাসার প্রতিষ্ঠাতা মোঃ জাহাঙ্গীর হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষিকা যোবায়েদা আকতার, অভিভাবক নাছির উদ্দীন, আবুল হাসেম, আবদুস সাত্তার, শাহ আলমসহ বিভিন্ন পর্যায়ের অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জীবন পরিক্রমায় নারী-পুরুষের একে অপরের অংশ। নারীরা শিক্ষিত হলে একটি দেশ পরিপূর্ণভাবে এগিয়ে যায়। এক্ষেত্রে মেয়েদের শিক্ষার ব্যাপারে মায়েদের আরও সচেতন হতে হবে। মনে রাখতে হবে, শিক্ষার চেয়ে মূল্যবান সম্পদ আর নেই। সকল প্রকার কুসংস্কার পরিত্যাগ করে সকলের উচিত, নারী শিক্ষায় সহযোগিতা করা।










