কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের প্রবাসীদের সংগঠন “কৃষ্ণপুর রেমিট্যান্স গ্রুপ” এর অফিস উদ্বোধন ও বিধবাকে অনুদান প্রদান করা হয়েছে। “সুশীল ও শিক্ষিত সমাজ উন্নয়নের লক্ষ্যে ঐক্যবদ্ধ হই” এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (৮ নভেম্বর) কৃষ্ণপুর জামে মসজিদ সংলগ্ন কৃষ্ণপুর রেমিট্যান্স গ্রুপের নতুন অফিস কেক কেটে উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে বিধবা লালু বেগমকে একটি ঘর সংস্কার বাবদ ৩৮ হাজার টাকার ( সংগঠনের ১৭তম অনুদান) প্রদান করা হয়। অনুষ্ঠানে উপদেষ্টা সদস্য সৈয়দ আব্দুল আউয়াল মুরাদ বলেন, সংগঠনটির জন্মলগ্ন থেকে দেখেছি প্রতি মাসে কৃষ্ণপুর রেমিট্যান্স গ্রুপের কোনো না কোনো কার্যক্রম থাকে।
গত মাসে তাদের ১৬তম কার্যক্রম আমার গ্রামের মোস্তফা ওমানে মৃত্যুবরণ করে তাকে দেশে আনার প্রক্রিয়ার জন্য সংগঠিত বড় একটি অনুদান ৪৫ হাজার টাকা অনুদান প্রদান করে। তাছাড়া সংগঠনটি প্রতি বছর ইফতার সামগ্রী বিতরণ, বিয়ে, পড়াশোনাসহ বিভিন্ন সামাজিক এবং মানবিক কার্যক্রম ব্যাপক লক্ষ্যনীয়। এছাড়াও অনুষ্ঠানে সংগঠনটির অনুদান পেয়ে ইউসুফ বলেন, আমার অসুস্থতার সময়ে কৃষ্ণপুর রেমিট্যান্স গ্রুপ আমাকে ৫-৬ মাস আগে আমার চিকিৎসার জন্য অনুদান দেয়, আমি এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি। অনুষ্ঠানে পরিচালানা করেন উপদেষ্টা ইঞ্জিনিয়ার ইব্রাহিম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, নরুল ইসলাম সরদার, মাওলানা আব্দুল কাদের, নুসরাত জাহান মীম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জামাল উদ্দিন, জসিম উদ্দিন, আরিফুর রহমান,কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হেলাল উদ্দিনসহ আরো অনেকেই। উল্লেখ্য, কৃষ্ণপুর রেমিট্যান্স গ্রুপ( প্রবাসীদের সংগঠন) ২০২৩ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি বিভিন্ন সামাজিক এবং মানবিক কাজে অবদান রেখে যাচ্ছে। সংগঠনটির কমিটির প্রতিষ্ঠাতা হোসাইন মোহাম্মদ হানিফ।
Please follow and like us: