সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর প্রতি বছর ২ জানুয়ারি উদযাপন করে জাতীয় সমাজসেবা দিবস। এবারের উদযাপনের প্রতিপাদ্য বিষয় ছিলো ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’। এরই ধারাবাহিকতায় চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে জুলাই কন্যা ও জুলাই বিপ্লবের সাথে সংশ্লিষ্ট ছাত্র-জনতাকে সম্পৃক্ত করে আয়োজন করে ওয়াকাথন, মুক্ত আড্ডা ও পুরস্কার বিতরণের মতো কর্মসূচি। এছাড়াও সেবা গ্রহীতা, অংশীজন, নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থাকেও সম্পৃক্ত করে যথাযোগ্য মর্যাদায় উদযাপন হয় এই দিবস। চৌদ্দগ্রাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সাহিদুর রহমানের সঞ্চালনায় চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের সভা কক্ষে ‘কল্যাণরাষ্ট্র বিষয়ক মুক্ত আড্ডা’য় আলোচনা রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ।
তিনি শুরুতে জুলাই বিপ্লবে সংশ্লিষ্ট ছাত্র জনতাকে ধন্যবাদ জানান ওয়াকাথন কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্যে। ওয়াকাথনে অংশগ্রহণ করা ছাত্র জনতার মুখে উঠে আসে রাষ্ট্রীয়, সামাজিক পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিভিন্ন বৈষম্যতা শিকারের চিত্রের প্রেক্ষাপটে বর্তমান অবস্থা ও পরবর্তী করণীয়। তিনি আরো বলেন, এখন থেকে দলমত নির্বিশেষে সকল পিছিয়ে পড়া জনগোষ্ঠী সমাজসেবার আওতায় আসবে। কল্যাণরাষ্ট্র গঠনে এখনই সুবর্ণ সুযোগ। এছাড়াও কল্যাণ রাষ্ট্র বিষয়ক মুক্ত আড্ডায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল হুদা তালুকদার, সহকারী সমাজসেবা কর্মকর্তা মোঃ আবদুল মান্নান, চৌদ্দগ্রাম প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, সমাজসেবা অধীনস্থ সেচ্ছাসেবী সংগঠন মাওলানা আবদুর রশিদ সমাজ কল্যাণ সংস্থার প্রজেক্ট ডিরেক্টর এনায়েত উল্লাহ মাসুম, ছাত্র জনতার পক্ষে বক্তব্য রাখেন মামুনুর রশীদ মজুমদার, ইমাম হোসাইন, বেলাল হোসেন শাকিল, হাসান সাহিদ, মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা সকল ক্ষেত্রে বৈষম্যতা দূর করার দাবি তুলেছেন।