কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা পল্লী চিকিৎসক পরিষদের সাধারণ সভা ও সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার চৌদ্দগ্রাম বাজারস্থ একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন ইনসেপ্টা কোম্পানীর এক্সিকিউটিভ মেডিকেল সার্ভিস অফিসার ডাঃ তাসলিম আহমেদ পিংকি, কুমিল্লা রিজিয়নের এএসএম মোহাম্মদ আমিরুল ইসলাম। উপজেলা পল্লী চিকিৎসক পরিষদের সভাপতি মোঃ শাহজাহানের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি ইউসুফ হোসাইন সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পল্লী চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ দিলু, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন চন্দ্র পোদ্দার, সাংগঠনিক সম্পাদক জামশেদ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান বেলাল, অর্থ সম্পাদক মোঃ ইউসুফ মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক তফুরা বেগম। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন সদস্য মাওলানা জহিরুল ইসলাম। অনুষ্ঠানে স্পন্সর করে ইনসেপ্টা ফার্মাসিটিক্যালস্ লিমিটেড। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী চিকিৎসক পরিষদের কাশিনগর ইউনিয়ন সভাপতি ছালেহ আহমেদ, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী, শ্রীপুর ইউনিয়ন সভাপতি শিপন হাজারী, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, বাতিসা ইউনিয়ন সভাপতি আবু বকর ছিদ্দিক, সাধারণ সম্পাদক মোঃ শামীম, চিওড়া ইউনিয়ন সভাপতি মোঃ ইউসুফ, কনকাপৈত ইউনিয়ন সভাপতি রেজাউল করিম রতন, সাধারণ সম্পাদক মোঃ হানিফ, আলকরা ইউনিয়ন সভাপতি মোঃ মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম রাজন, গুণবতী ইউনিয়ন সভাপতি মোঃ আলম, সাধারণ সম্পাদক মতিউর রহমান বেলালসহ বিভিন্ন পর্যায়ের পল্লী চিকিৎসকবৃন্দ।