কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়ন পল্লী চিকিৎসক পরিষদের বার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার কাশিনগর বাজারস্থ নবাব রেষ্টুরেন্টে অপসোনিন ফার্মা লিমিটেডের সার্বিক সহযোগিতায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম পল্লী চিকিৎসক পরিষদের সভাপতি কাজী মোঃ শাহাজাহান। বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম পল্লী চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ। আমন্ত্রিত অতিথি ছিলেন অপসোনিন ফার্মা’র ফেনী রিজোনাল ম্যানেজার মোঃ মাহবুব আলম। কাশিনগর পল্লী চিকিৎসক পরিষদের সভাপতি মোঃ সালেহ আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় সম্মেলনে ইউনিয়নের পল্লী চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কাশিনগর ইউনিয়ন পল্লী চিকিৎসক পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়। কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন; সভাপতি মোঃ সালেহ আহম্মেদ, সহ-সভাপতি আব্দুস সাত্তার, মোঃ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন পাটোয়ারী, সহ-সাধারণ সম্পাদক এবি এম শামীম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ডাঃ আবুল কাশেম, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান, অর্থ সম্পাদক ইমাম উদ্দিন মোঃ ফারুক, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, সহ-প্রচার সম্পাদক মোঃ সাহেদ, রাসেল আহমেদ, সদস্য লিটন সিংহ, সাইফুল ইসলাম, মীর হোসেন, জামাল। উপদেষ্টা সুনীল রায়, মোজাম্মেল হক, ওয়াদুদ, সেলিম ও ওয়াহিদ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী মোঃ শাহজাহান বলেন, পল্লী চিকিৎসকরা মানুষের তৎক্ষনাৎ যেকোনো বিপদে দিনে-রাতে সবসময় এগিয়ে যায়। সারাদেশে মানব সেবায় অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে। আগামীতে অবদান রেখে যাবে এই প্রত্যাশা।