২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার, ভাসুর-ঝা পলাতক

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০৯ ২০২০, ১৩:৫৪ | 1353 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ খালেদা আক্তার(২৯) নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত অবস্থায় থাকা লাশ উদ্ধার করেছে। নিহত খালেদা আক্তার পৌর এলাকার পাঁচরা গ্রামের ডুবাই প্রবাসী আবদুর রহিমের স্ত্রী। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, শনিবার সকালে খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার এসআই রোকন উদ্দিন ঘটনাস্থলে পৌছে নিহত খালেদা আক্তারের দো-চালা টিনের ঘর থেকে গলায় ওড়না পেছানো অবস্থায় লাশ উদ্ধার শেষে থানায় নিয়ে আসে।

নিহত খালেদার বাবা আবদুল খালেক অভিযোগ করে বলেন, খালেদার সাথে ভাসুর আবদুল খালেক ও ঝা মাফিয়া বেগমের সাথে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে এলাকায় একাধিক শালিশ দরবার হয়েছে। তারপরও বিভিন্ন সময় ভাসুর আবদুল খালেক গৃহবধু খালেদাকে প্রাণ নাশসহ হুমকি ধমকি দিয়ে আসছে। শনিবার সকালে খালেদার স্বামীর বাড়ির পাশের এক লোকের মাধ্যমে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে খালেদার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই রোকন উদ্দিন জানান, ‘ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের বাবার দায়েরকৃত অপমৃত্যু মামলাটি থানায় এজাহারভুক্ত করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে’।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET