কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী বিজয়করা ছুফিয়া রহমানিয়া মাদরাসার প্রাক্তন-বর্তমান ছাত্র মিলনমেলনা ও শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শনিবার মাদরাসা মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. পেয়ার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ নাছির উদ্দীন মিজি। মাদরাসার প্রাক্তন-বর্তমান ছাত্র মিলনমেলা ও শিক্ষক সম্মাননা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কাজী মোঃ মহিউদ্দিন কাইয়ুমের সভাপতিত্বে বিজয়করা ছুফিয়া রহমানিয়া মাদরাসার প্রাক্তন-বর্তমান ছাত্র ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিগত শিক্ষাবর্ষের ছাত্ররা একত্রিত হয়ে আবেগে আপ্লুত হন শিক্ষক-ছাত্র সকলে। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।