চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ- কুমিল্লার চৌদ্দগ্রামে র্যালী, গণসংযোগ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহড়া প্রদর্শনীর মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৯ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার আয়োজিত অনুষ্ঠানে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ ইমাম হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের সকল সদস্য, বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারী কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা বলেন, ‘ফায়ার সার্ভিস একটি চ্যালেঞ্জিং কাজ। বিভিন্ন দূর্যোগে ফায়ার সার্ভিসের কর্মীরা নিরন্তন কাজ করে যাচ্ছেন। মানুষ একটু সচেতন হলে আগুন লাগাসহ অনেক যেকোন বড় ধরণের হতাহত এবং ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করা যায়’।